আসসালামু আলাইকুম আমি এই গুরুপে নতুন আমাকে আপনারা সাহায্য করেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো এই গুরুপে অনেক বড়ো বড়ো ম্যানেজার আছে তারা অনেক কে সাহায্য করে থাকেন তাই বড়ো ভাই দের কাছ থেকে সাহায্য পাবো বলে আসা করছি
ওয়ালাইকুম আসসালাম,
আপনাকে বাংলাদেশ লোকাল বোর্ডে স্বাগতম,
এখানে সকল সিনিয়র মেম্বাররা,জুনিয়র মেম্বারদের সকল বিষয়ে সহযোগিতা করে থাকেন। হইতোবা কোনো কারণে তাদের রিপ্লে দিতে দেরি হয়।কিন্তু তারা কখনোই জুনিয়র
মেম্বারদের অবহেলা করেনা। আপনি যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে প্রশ্ন করুন বা ক্রিপ্টোকারেন্সি বিষয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি
সে অভিজ্ঞতা শেয়ার করুন। বাংলাদেশ লোকাল বোর্ডে সময় দিন, ধৈর্য ধরুন, দেখবেন আপনার পাশে সবাই আছে..
ইনশাআল্লাহ...