আজকে একটা ব্যাপার নিয়ে আলোচনা করবো। সেটা হলো সাইফারপাঙ্কস (cypherpunks)। অনেকেই হয়তো সাইবারপাঙ্ক এর নাম শুনেছেন। কিন্তু সাইফারপাঙ্কস এর ব্যাপারে কয়জন জানেন? সাইফারপাঙ্কস মূলত একটা গ্রুপ যারা ক্রিপ্টোগ্রাফি, প্রাইভেসি টেকনোলজি নিয়ে কাজ করে থাকে। সাইবারপাঙ্ক এর উৎপত্তি হয় মূলত ১৯৮০ থেকে ১৯৯০ এর ভেতরে। সরকারী স্নুপিং, সেন্সরশিপ এবং বাকস্বাধীনতার সীমাবদ্ধতার প্রতিক্রিয়া হিসাবে, সাইফারপাঙ্ক আন্দোলনের জন্ম হয়েছিল। আজকের যুগের যে ক্রিপ্টোগ্রাফি, ভিপিএন ব্যাবহার হচ্ছে, সেটা সেই ১৯৯০ সাল থেকেই পরিকল্পনা করা হচ্ছিলো। ক্রিপ্টোকারেন্সি আর ক্রিপ্টোগ্রাফি কিন্তু এক নয়। তবে কিপ্টোগ্রাফির কনসেপ্ট থেকেই ক্রিপ্টোকারেন্সি এসেছে।
সাইফারপাঙ্কস কারা?সাইফারপাঙ্ক হল এমন একটি গ্রুপ যারা গোপনীয়তা, ব্যক্তি স্বাধীনতা এবং ক্রিপ্টোগ্রাফিকে কে কেয়ার করে। তাদের সক্রিয়তা, রাজনীতি, আইন, কম্পিউটার বিজ্ঞান এবং অন্যান্য ক্ষেত্রে এক্সপার্ট। সাইফারপাঙ্ক আন্দোলনের সাথে যুক্ত কিছু সুপরিচিত ব্যক্তিত্বের মধ্যে রয়েছে: Timothy C. May, Julian Assange, Phil Zimmermann, Computer engineer Wei Dai, Nick Szabo.
উল্লেখ করা প্রয়োজন যে, সাতোশি নাকামতো কেও একজন সাইফারপাঙ্ক হিসেবে ধরা হয়ে থাকে। তথ্য গুলো একটা আর্টিকেল থেকে নেয়া। চাইলে এই আর্টিকেল টি পড়ে আসতে পারেন।
What is cypherpunk?