আপনার পোস্টটি হুবহু ট্রান্সলেশন করে পোস্ট করা হয়েছে। মোডারেটর যদি দেখে ফেলে তাহলে আপনারকে ওয়ারনিং দেওয়া হতে পারে। আপনি কোন সোর্স থেকে আপনার পোস্টটি অনুবাদ করা হয়েছে তা যদি নিচে লিংক আকারে যোগ করে নিতেন তাহলে আপনার জন্য ভালো হতো। আপনার জানা উচিত যে কোন সোর্স থেকে কপি করে অনুবাদ করে পোস্ট করা হলে অবশ্যই সোর্স লিংক যোগ করে দিতে হয়।