Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Worsh
on 09/06/2023, 10:12:15 UTC
TOR Browser এই ব্রাউজারটি আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু একটি বিষয়ের মোটেও ভালো লাগেনি যেটি হলো ক্যাপচা আমাদের বিটকয়েন্টের অনেক ধরনের ক্যাপচা পূরণ করতে হয় কিন্তু
 TOR Browser টিতে ক্যাপচা পূরণ করতে অনেক সময় লাগে
যেমন ক্যাপচা পুরান করার সময় বারে বারে স্কিপ্ট করতে হয়
আমার কাছে এ বিষয়টা মোটেও ভালো লাগেনি  
আর আপনাদের কাছে TOR Browser ভালো লাগে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন।
তাছাড়া আমার কাছে TOR Browser এর সকল বিষয়েই ভালো লাগছে লাগছে
ক্যাপচা পূরণ করার প্রবলেমটি হয়তো  ইন্টারনেট স্পিড এর জন্য হচ্ছে ।  টোর ব্রাউজার অনেকটা  ভিপিএন এর মতন করে কাজ করে তো  দেখবেন যে ভিপিএন ইউজ করলে আপনার একচুয়াল যে স্পিড পাবেন তার থেকে কম পাবেন  আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এভাবে বললাম ।তবে সিকিউরিটির জন্য আপনি TOR  ব্রাউজার ইউজ  করতে পারেন।  যেমন সরকার যদি চায় আমাদের আইএসপি থেকে  আমাদের একটিভিটি  মনিটর করতে পারবে । TOR  ব্রাউজার ইউজ করলে সে পথ আর থাকবে না।
আর বারবার ক্যাপচা পূরণ করা নিয়ে যদি আপনার কোন প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি  ক্যাপচা বাইপাস কোড ইউজ করতে পারেন, অনেকদিন আগে থেমস একটি টপিক খুলে  ফোরামে এটি পরিচিতি করে দিয়েছিল।
এই লিংকটিতে ঢুকলে  আপনি আপনার ক্যাপচা বাইপাস code পেয়ে যাবেন লগইন করার জন্য- Captcha bypass code
হুম ভিপিএন ইউজ করলে খুব শিগ্রই হয়ে যায় কিন্তু আবার কত সময় ভিপিএন ইউজ করেও কাজ হয় না । আর মোবাইল দিয়ে ইউজ করলে একটু সমস্যা হয় আমি এইটা অনেক দিন ধরে ইউজ করি এখন আর আমার কোনো সমস্যা মনে হয় না ।