ভাই Tor Browser আমার bitcoin talk একাউন্ট লগিন এর সময় যে ক্যাপচা টা আসে সেটাতে সুদু ইস্কিপ আসে ভেরিফাই লেখা আসে না
আমার এখন করনীয় কি আমি কি জানতে পারি
প্রথমে কোনো Clear-net Browser দিয়ে login করুন।
এর পর এই link এ যান -
https://bitcointalk.org/captcha_code.phpএখান থেকে Captcha Bypass Code copy করুন ও notepad এ save করে রাখুন।
Tor Browser খুলে এই link টি copy-paste করে Enter মারুন ও আপনার ID-Password দিয়ে login করুন।