জি ভাই আপনি ঠিকি বলেছেন। SEC বিনান্সের বিরুদ্ধে অভিযোগ এমনিতে করেনি $181 মিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে। তবে আমার মনে হয় না SEC বিনান্সের বিরুদ্ধে তেমন কিছু করতে পারে।আর এক্ষেত্রে আমরা যারা বিনান্সে মাইনিং করি তাদের অর্থের কোনো ক্ষতি হবে।কারন বিনান্স সারা বিশ্ব ব্যাপি ক্রিপ্টোকারেন্সি মার্কেট। যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মাইনিং করে থাকে।
এইখানে মাইনিং বলতে কি বুঝিয়েছেন? বাইন্যান্সের আপনি কি মাইনিং করছেন? বাইন্যান্সের মাইনিং পুল আছে কিন্তু লক্ষ লক্ষ মানুষ তো সেখানে মাইনিং করে বলে মনে হয় না। আমার মনে হয় আপনি ট্রেডিং বুঝিয়েছেন।
যাই হোক, বাইন্যান্স খুব সাধু নয়। তারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ভিলেন বলতে পারেন, তবে খুব প্রভাবশালী ভিলেন। আপনি হয়ত তাদের অপকর্মগুলো সম্পর্কে খোঁজখবর রাখছেন না। কয়েনআলাপ বাইন্যান্সের অপকর্মের কিছু দিক নিয়ে অনেক আগে একটা আর্টিকেল প্রকাশ করেছিল। চাইলে সেটা পড়ে দেখতে পারেন, তাহলে তাদের সম্পর্কে খুব ভালো ধারনা পাবেন-
বাইন্যান্স; ক্রিপ্টো এক্সচেঞ্জের নায়ক নাকি খলনায়ক?