Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
hand242
on 10/06/2023, 04:02:56 UTC
কীভাবে ক্রিপটোকারেন্সি-তে বিনিয়োগ করা শুরু করবো?

প্রথমদিকে কাজটি একটু জটিল। কিন্তু আপনি যখন অভিজ্ঞতা সঞ্চয় করবেন এবং কিছু পুঁজি হয়ে যাবে তখন উক্ত পুঁজিকে পুন:বিনিয়োগের মাধ্যমে আপনাকে ব্যবসা শুরু করতে হবে।

নি:সন্দেহে আপনি ক্রিপ্টোকারেন্সী সম্পর্কে জানেন অথবা খোঁজ খবর রাখেন, অথবা আপনি কারো কাছ থেকে শুনেছেন। তা না হলে আপনার ক্রিপ্টেকারেন্সিতে বিনিয়োগ করার ইচ্ছা জাগতো না।

প্রথমেই বলে রাখি: বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সী‘র ব্যবসা করা/ক্রয় বিক্রয় সরকার কর্তৃক অবৈধ। তাই, বৈধভাবে বিপুল পরিমাণ ডলার (শেয়ার বাজারের ন্যায়) এখানে বিনিয়োগ সম্ভব নয় এবং আপনাকে ক্রিপো: ক্রয়ের জন্য ডলার পাঠাতে দিবে না।

কিন্তু, বাংলাদেশে ফ্রি-ল্যান্সিং- কাজ/ব্যবসাকে উতসাহিত করা হয়। যাঁরা ফ্রি-ল্যান্সি কাজ করেন, তাঁরা সবাই বা অনেকেই ক্রিপ্টো: ব্যবসা জানেন এবং এর মাধ্যমে আয় করে দেশে উন্নয়ন সাধনে অগ্রণী ভূমিকা পালন করছেন।