Post
Topic
Board Other languages/locations
Merits 5 from 4 users
Re: বাংলাদেশ (Bengali)
by
BD Crypto
on 11/06/2023, 08:47:51 UTC
⭐ Merited by Learn Bitcoin (2) ,roksana.hee (1) ,Fuso.hp (1) ,Crypto Library (1)
নতুনদের জন্য কিছু দিকনির্দেশনা যারা ফোরামকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না:

আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। ইদানিং আমরা সবাই লক্ষ্য করছি কিছু নতুন মেম্বার ফোরামে যুক্ত হয়েছে এবং বাংলাদেশ লোকাল বোর্ডে ফোরামের রুলস বিরোধী পোস্ট করছে। আবার অনেকে ভালো পোস্ট না করেও মেরিট এর পিছনে ছুটছেন। তাই তাদের জন্য দিক নির্দেশনা স্বরূপ কিছু বিষয় তুলে ধরছি।

১.ফোরামের ব্যাসিক রুলস গুলো জানুন : আমাদের মধ্যে যারা নতুন তাদের অনেকেরই ফোরামের রুলস সম্পর্কে ধারণা নেই। ফোরামের যেকোন বোর্ডে পোস্ট করার আগে উপরে পিন করা রুলস গুলো অবশ্যই পড়ে নেবেন। আর ফোরামের সাধারণ রুলস গুলো সম্পর্কে ধারণা নিতে এই পোস্টটি অবশ্যই পড়বেন বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন। এখানে বাংলায় গুরুত্বপূর্ণ সব নিয়মকানুন উল্লেখ করা আছে।

২.আগে নিজে জানুন অন্যকে সাহায্য করুন: ফোরামের সার্চ অপশন থেকে আপনি  ক্রিপ্টো রিলেটেড যেকোন বিষয়ে সার্চ করে জ্ঞান অর্জন করতে পারেন। যদি সেই বিষয়ে কোন সলিউশন দেয়া না থাকে তবে আপনি Beginners & Help  বোর্ডে ইংরেজিতে অথবা আমাদের লোকাল সেকশনে বাংলায় প্রশ্ন করতে পারেন। মেরিট পাওয়ার অথবা দ্রুত রেঙ্ক আপ করার একটি কার্যকরী পদ্ধতি হচ্ছে অন্য ফোরাম মেম্বারদের হেল্প করা অথবা রিসোর্স শেয়ার শেয়ার করা। এতে আপনার ফোরামে রেপুটেশন ও বাড়বে এবং ভালো পোস্ট দাতা হয়ে উঠবেন। অবশ্যই চেষ্টা করবেন ফোরামে অবদান রাখতে কারণ যত বেশি অবদান রাখবেন তত আপনার জন্য মেরিট পাওয়া সহজ হবে।

৩. কপি পোস্ট , শিট পোস্ট নয়: অনেকেই ফোরামে অন্যান্য রিসোর্স থেকে কপি করে ডিরেক্ট অথবা অনুবাদ করে পোস্ট করে দেন। এই ধরনের ভুল করলে আপনার ফোরাম একাউন্ট শিওর ব্যান হবে। গুরুত্বপূর্ণ কিছু অনুবাদ করে শেয়ার করতে পারেন তবে অবশ্যই মেইন রিসোর্স লিংক পোস্টের সাথে এড করে দিবেন।

৪.ধৈর্য ধরুন এবং লেগে থাকুন: ফোরামে আমাদের অনেকেরই আশা থাকে নিজেকে রেঙ্ক আপ করার। তবে সত্যি বলতে আপনার মধ্যে যদি ধৈর্য এবং ফোরামে নিয়োজিত থাকার আগ্রহ না থাকে তবে আপনার জন্য রেঙ্ক আপ করা খুবই কঠিন হয়ে যাবে। আমি ডিমোটিভেট করছি না আমি বলতে চাচ্ছি প্রতিদিন কিছুটা সময় ফোরামে ব্যয় করুন নিজে শিখুন অন্যকে সাহায্য করুন ইনশাআল্লাহ সফলতা খুব দ্রুত আসবে।