আমার পোষ্ট টি পড়ে কেউ মন খারাপ করবেন না। আমাদের থ্রেড টা কয়েক পেজ পড়লে মনে হবে এখানে রেংক আপ, মেরিট ছাড়া অন্য কিছু নিয়ে কোনো আলোচনাই হয় না। কয়েকটা পেজ একটু পড়ে দেখেন তো, আমাদের থ্রেড এ কি আছে পড়ার মতো? সবাই শুধু মেরিট কেমনে পাবো? রেংক আপ কেমনে করবো? আর কয়েকজন ইন্টারনেট থেকে আর্টিকেল কপি করে ট্রান্সলেট করে পোষ্ট মেরে দিচ্ছেন। সোর্স দিয়ে আপনি চাইলে পোষ্ট করতেই পারেন। তবে আপনার এটা বোঝা উচিত যে এই পোষ্ট টা আসলে কারো পড়া জরুরী কি না। নিউজটা বা আর্টিকেল টা থেকে কিছু জানার বা শেখার আছে কি না।
নতুনরা যারা অন্যকে কোট করে রিপ্লাই দিচ্ছেন, আপনারা পুরোটা পোষ্ট কোট করে রিপ্লাই দিচ্ছেন। এতে করে আসল রিপ্লাই এর চাইতে কোট করা অংশটুকু বেশী যায়গা নিয়ে নিচ্ছে। কোট করার সময় যেই অংশটুকুর রিপ্লাই দিচ্ছেন, শুধু সেটুকু রেখে বাকিটুকু কেটে দিবেন। এত করে পোষ্ট টি দেখতে সুন্দর লাগবে। সবাই একটু শৃংখলা বজায় রাখুন। অপ্রয়োজনীয় আলাপ আলোচনা না করি।
আপনারা অনেকে আবার বলছেন যে সিনিয়র রা পোষ্ট করছে না। কি পোষ্ট করবে বলেন তো? আজাইড়া আলাপ করে তো লাভ নেই। যখন ভালো কিছু আলোচনা করা যাবে, যেটা থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবে, সেগুলো নিয়েই সিনিয়র রা পোষ্ট করে থাকে। দিনে কয়টা পোষ্ট করছেন সেটা আসল কৃতীত্ব না। আপনি সপ্তাহে একটা পোষ্ট করলেও সেটা কতোটা হেল্পফুল, সেটাই আসল গুরুত্ব বহন করে। পোষ্ট করার পর অন্যজন আবার সেই পোষ্ট কোট করে জানান যে আপনার পোষ্ট টি ভালো হয়েছে, এভাবেই হেল্প করে যাবেন, হেন তেন, এগুলা আসলে কোনো পোষ্ট না। আপনার যদি কিছু ভেলুয়েবল এড না করার থাকে। পোষ্ট করার দারকার নেই। অন্তত আপনাকে কেউ স্পম্যার বা শিট পোষ্টার বলবে না।