Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
sj13
on 12/06/2023, 14:48:23 UTC
 

ইদানিং দেখতে পারছি  অনেক মেম্বার টাকার বিনিময়ে মেরিট সেল দিচ্ছে। আমাকে অনেক মেম্বার মেরিট দেওয়ার জন্য টেলিগ্রাম এ এসএমএস দিচ্ছে। এই ভাইদের কে কি করা উচিত। যারা টাকার বিনিময় মেরিট সেল দিচ্ছে?  এই বাংলা কমিউনিটি বোর্ডের নতুন মেম্বাররা তারা একটু সাবধান থাকবেন এ ধরনের প্রতার কের জালে পা দিবেন  না । এরা টাকা নেওয়ার পর আপনার টাকা মেরে দিবে । এদের থেকে দূরে থাকুন.. এবং এ ধরনের মেরিট নেওয়ার আশা  থেকে বেরিয়ে আসুন ।