প্রতিনিয়ত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে খারাপ সংবাদ আসছে, আজকে একটা সংবাদ
দেখলাম রবিনহুড এক্সচেঞ্জ ADA,MATIC,SOL ডি-লিস্ট করবে।
ক্রিপ্টো সম্পদ ADA, MATIC, এবং SOL 27 জুন রবিনহুড থেকে বাদ দেওয়া হবে।
যে সমস্ত ব্যবহারকারীদের এসব সম্পদ 27 জুন পর্যন্ত রাখবে তাদের রবিনহুড অ্যাকাউন্টের, MATIC বা SOL আছে, সেই সম্পদগুলি স্বয়ংক্রিয়ভাবে বাজারে বিক্রি হয়ে যাবে।


এই নিউজের কারণে ক্রিপ্টো মার্কেটে ব্যাপক দরপতন হয়েছে।