Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
S00
on 13/06/2023, 02:27:52 UTC
ইদানিং দেখতে পারছি বাংলা কমিউনিটি  বোর্ডে  অনেক নতুন মেম্বার এড হয়েছে।  দিন দিন এখানে অনেক পোস্ট পড়ছে বাংলা এই বোর্ডের  পেজ সংখ্যা বাড়ছে। এবং বাংলা লোকাল কমিউনিটি  বোর্ডটের  দিন দিন রেঙ্ক আগাচ্ছে ।  কিন্তু একটা জিনিস কি খেয়াল  করতে পারছেন । আমরা যে বিষয়টি পোস্ট করছি বেশির ভাগই শিক্ষানীয় নয়। এতে আমাদের কি হচ্ছে আমরা কি তথ্য দিক দিয়ে বা BTC শিক্ষানীয় বিষয়ের দিক দিয়ে  আগাতে  পারছি।  যে বিষয়গুলো  কথা আলোচনা করা দরকার শিক্ষানীয় আমাদের প্রয়োজনীয় বিষয়টি বাংলা এই লোকাল বোর্ডের যে রুলস গুলো কথা বলা হয়েছে সেই রুলস গুলো কথা আমরা মেনে চলতে পারছি। এখন এই বাংলা বোর্ডে যে সকল পোস্ট করা হয় বেশিরভাগই শিক্ষানীয় নয়। অযথা পোস্ট করা হচ্ছে এগুলো পড়ে আমরা কিছু শিখতে পারছি কি ? না কিছু করতেই পারছি। এ ধরনের পোস্ট পড়ে আমাদের কোন লাভই হচ্ছে না, বরং আমরা তথ্য দিক দিয়ে পিছিয়ে পড়ছি। আমাদের উচিত এসব আবোল তাবোল পোস্ট না করে শিক্ষানীয় বিষয়ে পোস্ট করা দরকার । যেমন  আমরা BTC Crypto বিষয়ে ভালোভাবে বুঝতে পারি এবং কাজ করতে পারি সেই বিষয়ে পোস্ট করা দরকার । এতে আপনার  ভালো  আমাদেরও ভালো  না জানা বিষয়টি  জানলে।

 আমি দেখতে পারছি যে এখানে এখন বেশিরভাগই নিউ মেম্বার গুলো পোস্ট করছে ।  সিনিয়র ভাইয়েদের যে ধরনের শিক্ষানীয় ভালো পোস্ট করা দরকার তা আমি দেখতে পারছি না । বিষয়টি এরকম দাঁড়ালো না যে একটি মানুষকে গাছে তুলে দিয়ে নিচ থেকে মই টান দেওয়ার মতন। আপনারা আরো ভালো ধরনের পোস্ট করে নতুন মেম্বার দের কে বোঝাবেন এখানে শিক্ষানি ও বিষয় পোস্ট করা হয়। এবং তারা এখানে শিক্ষানীয় বিষয় পোস্ট করেলে আপনারা
  উৎসাহ দিবেন।  যেন তারাও ভালো ধরনের পোস্ট করে আরো দূরে এগিয়ে যেতে পারে ।

তাই আমি সিনিয়র ভাইদের কে বলছি এখানে একটু বেশি একটিভ  থেকে আমাদেরকে ভালো নিউজ দেওয়ার চেষ্টা করুন।  যেন আমরা  কিছু  শিক্ষতে পারি