আমাদের লোকালদের যে কি পরিনাম সুনাম, তা গ্লোবালে এক্সপ্লোর করলেই বুঝা যায়। কখন কে কি করে কিছুই বুঝতেছি না। কে কোন আমলে কি করে গেছে, সেটার সাথে অন্য কারো মিল খুজে সেটার মাঝে অন্যদের ও মিল খোজা হয়। আর এটার মধ্যে আবার আমাদের দেশীরা ফুয়েল দেয়। সবাই লোকালে যা করেন, সেটার ইফেক্ট গ্লোবালেও পড়ে। অতিরিক্ত লোকালে পড়ে থাকলেও ঝামেলা। এগুলাও নাকি সন্দেহজনক। অনেকেরই হয়তো ২য় একাউন্ট আছে। আমারো খোলা দরকার মনে হচ্ছে। লোকাল যেমন অনেকের জন্য ভালো, তেমনি আবার অনেকের জন্য অভিশাপ হয়ে আসছে। এর দ্বায় আসলে কার? কে অপরাধ করে চুপ করে বসে থাকে, আর কে অপরাধ না করে বসে থাকে, কিছুই বোঝা যাচ্ছে না।