Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
musafar37
on 15/06/2023, 17:49:06 UTC
আমার জানার ইচ্ছে হলো আমাদের বাংলা কমিউনিটির কোন ডলার বাই -সেল গ্রুপ আছে নাকি?যদি থেকে থাকে তাহলে নাম কি?
আর যদি না থাকে তাহলে সিনিয়র মেম্বার দ্বারা খুললে মনে হয় ভালো হবে।যেহেতু বিভিন্ন সংবাদ প্রচার হচ্ছে সেহেতু মনে হয় প্রতিষ্ঠিত সদস্যরা উদ্যোগ গ্রহণ করলে সবারই উপকার হবে এমনকি নিরাপদ ও থাকা যাবে।বাইনান্স ও অন্যান্য একচেন্জের ঝুঁকি এড়ানো যাবে, বিশস্ত মডারেটর থাকলেই সহজভাবে করা যাবে।এতে করে কমিউনিটির সকলের ব্যক্তিগত প্রয়োজনে কাজে আসবে।আশা করছি সিনিয়র সদস্যরা মতামত দিবেন।