Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 16/06/2023, 05:02:38 UTC
আমার জানার ইচ্ছে হলো আমাদের বাংলা কমিউনিটির কোন ডলার বাই -সেল গ্রুপ আছে নাকি?যদি থেকে থাকে তাহলে নাম কি?
আর যদি না থাকে তাহলে সিনিয়র মেম্বার দ্বারা খুললে মনে হয় ভালো হবে।যেহেতু বিভিন্ন সংবাদ প্রচার হচ্ছে সেহেতু মনে হয় প্রতিষ্ঠিত সদস্যরা উদ্যোগ গ্রহণ করলে সবারই উপকার হবে এমনকি নিরাপদ ও থাকা যাবে।বাইনান্স ও অন্যান্য একচেন্জের ঝুঁকি এড়ানো যাবে, বিশস্ত মডারেটর থাকলেই সহজভাবে করা যাবে।এতে করে কমিউনিটির সকলের ব্যক্তিগত প্রয়োজনে কাজে আসবে।আশা করছি সিনিয়র সদস্যরা মতামত দিবেন।

আপনার কথার সাথে আমি একমত আছি

তার সাথে আমি কিছু কথা বলতে চাই!

আমাদের বাংলাদেশে ডলার কেনার জন্য লুকিয়ে লুকিয়ে ডলার কিনতে হয়।  
তাই আমদের সবারই উচিত আন্দলোন করা জাতে আমাদের সবার ডলার কেনার মসস্যা না হয়
আমার অনলিনে কাজ করতে গেলেই আমাদের ডলার এর প্রজন হয় তাহলে কেন আমারা লুকয়ে কাজ করব!
আপনি যদি বাংলাদেশে থেকে এরকম শিশুসুলভ কথা বলেন তাহলে আপনার কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলার নেই। বিটকয়েনের বৈধতা নিয়ে, ডলার কেনাবেচার সাইট নিয়ে যখন আপনি রাজপথে বের হবেন তখন আপনার কি অবস্থা হবে একটু ভেবে দেখুন। বাংলাদেশে প্রতিবন্ধীদের কিছু দাবি নিয়ে রাজপথে নেমে আন্দোলন করছে তার কোন মীমাংসা হচ্ছে না অথচ আপনি আসছেন ডলার কেনাবেচার বিষয় নিয়ে আন্দোলন করতে। দশ জন মানুষ একত্রিত হয়ে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে শুধু দুই ঘন্টার জন্য একটু মানববন্ধন করে দেখুন তারপর আপনার অবস্থান ১৪ শিখের ভিতরে হবে এটা শিউর। যাহোক একবার বলেছি যেভাবে আছি আমরা সেভাবেই থাকি, অতিরিক্ত কিছু পেতে গেলে অবশ্যই খেসারত দিতে হবে।


Fidelity হবে ভুলে Fiedilty হয়েছিল।
এই কারেকশনটা করার জন্য লিটল মাউস ভাই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।