Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
2Pizza410000BTC
on 17/06/2023, 02:19:17 UTC
⭐ Merited by Fuso.hp (1)
সাতোশি নাকামোতোনামা

আজকে টুইটারে কিছু ইনফরমেশন খুঁজতে গিয়ে এই বিষয়টি চোখে পড়ল। তাই আপাতত আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি বিষয়টি আপনাদের খুব ভালো লাগবে। বিষয়টি অন্যরা কি নাম দেবে সেটা ভিন্ন কথা কিন্তু আমি সাতোশি নাকামোতোর এই বিষয়টিকে সাতোশি নাকামোতো নামা হিসেবে আখ্যায়িত করলাম।
সোর্স: tweet
আমার মনে হয় সাতোশি নাকামোতো বিশেষ কোন ব্যক্তি নয় বরং এটি হয়তো Hal Finney এর কোন বিশেষ ছদ্মনাম হবে। তাছাড়া যদিও সাতোশি নাকামোতো এমন কেউ থেকে থাকেন তাহলে সে হয়তো আর দুনিয়ার মধ্যে নেই। সাতোশি নাকামোতো তার মাইন করা প্রথম বিটকয়েন লেনদেন কিন্তু Hal Finney এর সাথে করেছিলেন। বিশেষ খাতিরের লোক না হলে সাতোশি নাকামোতো কেন তার সাথে লেনদেন করতে যাবেন। তাই ব্যক্তিগতভাবে হালফিন্নির সাথে সাতোশি নাকামোতোর সাথে কোন যোগসূত্র ছিল অথবা নিজেই সাতোশি নাকামোতো হবে। Hal Finney এর মৃত্যুর মধ্যে দিয়ে সাতোশি নাকামোতোর হয়তো জীবনের অবসান হয়ে গেছে।

@@Fuso.hp আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে আপনি ফুল মেম্বার রেংক অর্জন করেছেন। আপনার ফুল মেম্বার জীবনের পথ চলা ভালো হোক।