আমি Bitcoine Accunt এ নতুন
আমি জানি না কেমন করে Newbie থেকে Jr.member বানাতে হয় কেই যদি যেনে থাকেন আমার এ একটু সাহায্য করতেন যে কেমন করে Jr. Member বানাতে হয় তাহলে আমি অনেক খুশি হতাম আমার আরো ইচ্ছা বাড়তো Bitcoin accunt এর প্রতি কাজ করতে!😊
এসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনি যদি একটু ঘাটাঘাটি করে দেখতেন তাহলে অবশ্যই এর সমাধান পেয়ে যেতেন। তাছাড়াও আমাদের এই লোকাল থ্রেডের প্রথম পেজে বিটকয়েন ফোরামের নিয়ম সহ আরো অনেক বিষয় পিন করে রাখা হয়েছে। আপনার উচিত প্রথম পেজে সকল লিংকে ঢুকে সবগুলি ভালোভাবে পড়ে নেওয়া উচিত। যারা নতুনে আসেন তারাই এই ধরনের প্রশ্ন করে থাকেন। যাইহোক আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, প্রথমে আপনাকে ১ টি মেরিট পেতে হবে এবং ৩০ এক্টিবিটি থাকতে হবে।
আপনার সুবিধার জন্য আমি কোট করে দিলাম দেখে নিতে পারেন।
১। নিউবি- ০ মেরিট
২। জুনিয়র মেম্বার- ১ মেরিট + ৩০ এক্টিভিটি
৩। মেম্বার- ১০ মেরিট + ৬০ এক্টিভিটি
৪। ফুল মেম্বার- ১০০ মেরিট + ১২০ এক্টিভিটি
৫। সিনিয়র মেম্বার- ২৫০ মেরিট + ২৪০ এক্টিভিটি
৬। হিরো মেম্বার- ৫০০ মেরিট + ৪৮০ এক্টভিটি
৭। লিজেন্ডারি মেম্বার- ১০০০ মেরিট + ৭৭৫ থেকে ১০৩০ এক্টিভিটি
যারা নতুনে আসেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা প্রথমে অবশ্যই প্রথম পেজে সকল নিয়ম কানুন গুলি ভালোভাবে পড়ে নিবেন।