Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Poorman2
on 18/06/2023, 14:45:12 UTC
একটু ভেবে দেখুন তো দেশের রাজস্ব আয় দিনদিন কোথায় হারিয়ে যাচ্ছে, সরকার প্রতিনিয়ত বলছে রাজস্ব আয় কমে যাচ্ছে রাজস্ব আয় নেই, প্রতিবছর আমাদেরকে প্রতিটা বাজেটে ভর্তুকি দিতে হয়.  কেন...? সরকারের এত আয়ের উপার্জনের উৎস থাকা সত্ত্বেও কেন সরকার এ কথাগুলো বলছে .
একটা উদাহরণের মাধ্যমে চলুন দেখা যাক....

 ধরেন একটি সরকারি চাকরির নিয়োগের জন্য 100 জন্য লোক নেয়া  হবে, এক্ষেত্রে প্রতি জন আবেদনকারীর জন্য দিতে হয় 500 টাকা, যদি এই চাকরির জন্য 60 লাখ লোক ফর্ম  সম্পূর্ণ করেন। তাহলে মোট টাকার পরিমাণ =(500×6000000)
 =300,0000000
=300 কোটি টাকা
এখন যদি এই 100 জন কে প্রতি মাসে 25 হাজার টাকা করে বেতন দিতে হয় তাহলে প্রতি মাসে দিতে হবে =100×25000
=2500000
=25 লক্ষ টাকা
প্রতি বছর খরচ হবে =12×2500000      [12 মাস= 1 বছর]
=30,000,000 টাকা
=3 কোটি টাকা
আর 40 বছরে খরচ হবে =40×30,000,000
=1200,000,000
=120কোটি টাকা
তাহলে 40 বছরে সরকারের খরচ 120 কোটি টাকা। আর চাকরির ফরম পুরনের জন্য সরকারের আয় ছিল 300 কোটি টাকা। এখন যদি এই 300 কোটি টাকা থেকে 120 কোটি টাকা বাদ দেই, তাহলে সরকারের মোট আয় থাকে 180 কোটি টাকা।
এ বিষয়টি থেকে কী বুঝলেন...?
সরকার আমাদের টাকা দেয় নাকি আমাদের থেকে টাকা নেয়..?🤣🤣🤣
তাই সবার উদ্দেশ্যে বলছি চাকরির পিছনে না দৌড়িয়ে এমন একটি অভিজ্ঞতা অর্জন করুন যার মাধ্যমে আপনি একজন আদর্শ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বা এমন একটি মুক্ত পেশায় অভিজ্ঞতা অর্জন করুন, যেখানে আপনি নিজেই নিজের বস হিসেবে কাজ করবেন.