আয়ের পথ যেটাই হোক বা ইনকাম কম বা বেশি হোক, কখনও সেটিকে ছোট মনে করা ঠিক না। আর জীবনে প্রথম ধাপ টা খুবই কঠিন। প্রথম পদক্ষেপ টি নিয়ে ফেললে পরে বাকি কাজ গুলোতে এডযাস্ট হইতে অনেক সহজ হয়। আর আপনি যখন নিজের কমফোর্ট জোন থেকে বাইরে আসবেন, নতুন লোক দের সাথে মিশবেন, আপনার নতুন এক্সপেরিয়েন্স হবে। নতুন রাস্তা খুজে পাবেন কিভাবে ভালো চাকরি খোজ যায়।
আপানর বন্ধুরা কি নিজে সাকসেসফুল? যদি লাইফে সাকসেস চান, তাহলে সাকসেসফুল লোকদের সাথে নিজের আইডিয়া শেয়ার করেন। আর লাইফে রিস্ক নিতে হবে, নাইলে সাকসেসফুল হওয়া পসিবল না। বিজনেস এ প্রতিদিন প্রয়োজন এমন জিনিশ নিয়ে শুরু করতে হবে। ধীরে ধীরে আপনি বিজনেস এর ফান্ডামেন্টাল বুঝে গেলে পরবর্তীতে আপনি যে কোনো জিনিশ নিয়ে ব্যাবসা করতে পারবেন। তখন ডিমান্ড আর সাপ্লাই এর বিষয় টা বুঝে জাবেন।
ছোট থেকে শুরু করেন, ভালো কিছু করতে পারবেন।
আসলে ব্যাপারটা এমন নয় যে আমি কিছু চেষ্টা করিনি। করেছি অনেক কিছুই। ৫ বছরের মতো একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছি। করোনার পরবর্তী সময়ে চাকুরি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আবার অনলাইনেও টুকিটাকি কাজ করেছি। গ্রামের বাজারে একটা দোকান দিয়ে মোবাইল এর মালামাল সহ টেলিকম বিজনেস নিয়েছিলাম। ৪ লাখ টাকার মতো গ্রামের বাজারে ইনভেষ্ট করে শেষ অব্দি খালি হাতে ঘরে বসে আছি। তবে একবারে যে বসে আছি তা বলবো না। কাজ এখনো করছি। তবে চিন্তা করছি ভবিষ্যৎ নিয়ে। যতোদিন আপনি এমন একটা ইনকাম সোর্স বানাতে না পারবেন যেখান থেকে আপনি ঘুমিয়ে থাকলেও ইনকাম হবে, তাহলে আপনাকে মরার আগ অব্দি কাজ করে যেতেই হবে। আমাদের সবার উচিৎ এমন কিছু করা, যেনো জীবনের শেষ সময়ে কঠোর পরিশ্রম না করা লাগে।