~Snip
কোনো কাজই ছোট না ভাই। যে কাজ থেকে আপনার জীবন চলবে, তা কি কখনো ছোট হবে? একটা কথা সবসময় মাথায় রাখবেন, অন্য কেউ আপনাকে এসে ২ টাকা দিয়ে ও সাহায্য করবে না, আপনার টা আপনাকে দেখতে হবে। অন্যরা পারলে আপনার কি আছে তা কেড়ে নেওয়ার চেষ্টা করবে। আমি নিজে অনার্স ৩য় বর্ষে পড়ি। খারাপ ছাত্র ও না, যা আমার এলাকার সবাই জানে। আমি নিজে মাছ চাষ করি, চাল এর ব্যাবসা করি। আশে পাশের অনেকে অনেক কিছু ই বলে। তাদের কথা তে আমার দিন চলবে? যত দিন পড়া শোনা করে ভালো কিছু না করতে পারছি তত দিন তো কিছু করতে হবে।
অন্যদের কথা শুনে নিজেকে এবং নিজের পোটেনশিয়াল কে নষ্ট কইরেন না। যেটাই করবেন, ভবিষ্যতে আপনার ই কাজে দিবে। বাবা মা ও একসময় টাকা ইনকাম না করলে কথা শোনায়, সেখানে আশেপাশের মানুষ এর কথা কি জিনিশ? নিজেকে নিজের মত করে গড়ে তুলুন।