Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 21/06/2023, 04:30:07 UTC
জি ভাই পৃথিবীর কোন কাজে ছোট না। পৃথিবীতে অনেক বড় বড় ব্যক্তিদের ইতিহাস ঘাটলে দেখবেন তারা সবাই কোন না কোন সময়, খুব ছোট মনের কাজ করেছিলেন। হয়তো কেউ জুতা সেলাই করেছিলেন, হয়তো কেউ হোটেলে কাজ করেছিলেন, কিছু না কিছু ছোট কাজ করেছিলেন। তার মানে কি তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন না?

সবাইকেই একটা সময় অনেক ছোট থেকেই শুরু করতে হয়েছিলো। শুনেছি অ্যামাজন এর প্রথম অফিস ছিলো তাদের গ্যারেজ। চা-ওয়ালা হয়েছেন প্রধানমন্ত্রী, নির্মান শ্রমিক হয়েছেন নামকরা ফুটবলার। যে কাজটা প্যাশনের, সেটা তে লেগে থাকলে আস্তে আস্তে সুযোগ তৈরী হবেই। বর্তমান সময়ে মানুষ মানুষকে ভালোবাসে না। ভালোবাসে তার অবস্থান কে। এরকম একটা কথা কোথাও শুনেছিলাম। আর এটা আমার কাছে সত্যি মনে হয়েছে।

আমাদের থ্রেড এর কেউ কি ইনএকটিভ উইনডোজ ১০ বা ১১ ব্যাবহার করেন? অনলাইনে একটা একটিভেশন কি পেয়েছি যেটার মেয়াদ লাইফটাইম। কারো যদি লাগে আমাকে নক করতে পারেন। একদম ফ্রি। প্রথমে ভেবেছিলাম ফেক নাকি, তাই নিজেই ইউজ করে দেখলাম যে ঠিক আছে।