@2Pizza410000BTC ভাই,
আর এটা সত্যি কথা যে, নিজেকে নিজের মনের মতো করে গড়ে তুলুন। মন যেটা চায়, সেটাই করুন!
জি ভাই, কলেজে পড়ার পাশাপাশি বাবার ছোট্ট একটি খাবারের দোকান আছে সেখানে মাঝেমধ্যে একটু বসি। বাবা তো মাঝেমধ্যে আমাকে নিষেধ করে তবুও বাবার নিষেধ অমান্য করে একটু কাজে সাহায্য করি। তাছাড়া বাংলাদেশে আমার মত কত কলেজ পড়ুয়া ছাত্ররা বেকার অবস্থায় রয়েছে। যদি ভবিষ্যতে চাকরি বাকরি করতে না পারি তাহলে বাবার এই খাবারের দোকানটাই হয়তো একটু বড় করে দিতাম।
মানুষের জীবনে কোন হালাল কাজই ছোট না বরং গৌরবের ও আত্মসম্মানের।