ক্রিপ্টো ওয়ালেট স্ক্যাম্ একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছ। Nami ওয়ালেট ব্যবহারকারীরাও তাদের ক্রিপ্টোসম্পদ ADA চুরি হওয়ার অভিযোগ করেছিলো।একটি ফিশিং App "Nami cardano wallet" নাম ব্যবহার করে গ্রাহকের সীড প্রেইস চুরি করেছে। আশ্চর্যের বিষয় এই এপ্লিকেশন Apple app store এ এভিয়্যালেভেল।অথচ Nami একটি ব্রাউজার ভিত্তিক ওয়ালেট এক্সটেনশন যা Cardano ব্লকচেইনের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য এবং এটি নন-কাস্টোডিয়াল।তাই কোন ওয়ালেট সম্পর্কে বিস্তারিত না জেনে ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে।অন্যথায় নিজের বিনিয়োগ ও অর্জিত ক্রিপ্টো সম্পদ হারাতে হবে।
