ভাই আমি দুঃখিত, আমি প্রথমে এই লিংকটা এড করেছিলাম। কিন্তু কি মনে করে যেন আবার এডিটিং করে এই লিংকটা ডিলিট করে দিয়েছিলাম। এখন আবার লিংক এড করেছি। কোন সমস্যা হবে কি?
কপি পোস্ট করলে খুব সহজেই বোঝা যায় এটি কপি করে পোস্ট করা হয়েছে। আমি সকালে আপনার এই পোস্টটি দেখেছিলাম, তখনই বুঝেছিলাম আপনার পোস্টটি কোন এক উৎস হতে ট্রান্সলেট করা হয়েছে বা কপি করে পোস্ট করা হয়েছে। সকালে একটা বিষয় চিন্তা করলাম খুবই খারাপ লাগলো আপনার মত সিনিয়র ভাই যদি কপি করে পোস্ট করে তাহলে আমরা যারা যুনিয়র আছি তারা কি করবে। এমনিতেই যারা নতুন আসে এসেই কপি পেস্ট শুরু করে দেয়। যাই হোক ভাই ভবিষ্যতে এ ধরনের কোন ভুল করবেন না, কেননা আপনার মত সিনিয়র ভাইদের ফলো করে আমরা নতুনরা অনেক কিছু শিখি। যদি আপনারাই এধরনের কপি-পেস্ট শুরু করেন তাহলে আমরা নতুনরা কি শিখবো?
যেহেতু লিংক এড করেছেন মনে হয় না সমস্যা হবে। আপনার পোস্ট নিয়ে Plagiarism report করেছিলেন @2Pizza410000BTC ভাই সেই লিংক দিয়েছেন আপনি সেখানে গিয়ে ক্ষমা চেয়ে নিবেন। আর এই বিষয়ে সিনিয়র ভায়েরা আছেন তারা এ বিষয়ে অনেক ভালো বোঝেন। আশা করছি তারা এ বিষয়ে মতামত প্রকাশ করবে।