Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Negotiation
on 21/06/2023, 14:04:44 UTC
⭐ Merited by Volimack (1)
কারো যদি ইউনিক ডিজাইন এর টি শার্ট ডিজাইন বা টি-শার্ট প্রয়োজন হয় বা কেউ যদি নিজের ব্রান্ড তৈরি করতে চান বা বানাতে চান আমাকে জানাতে পারেন।

বাংলাদেশ লোকাল থ্রেডে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন। তাদের যদি মূল্যবান পরামর্শ থাকে আমাকে বলতে পারেন। আমি আশা করব তারা আমার পথপাথেয় হবেন।
~snip~

আরো হেল্পফুল মাইন্ডেড অনেকেই আছেন।

বিস্তারিত জানতে এই পোস্টটি ঘুরে আসতে পারেন।


আমার কাছে মনে হয় আপনাকে আরো একটু ডিজাইন নিয়ে রিচার্স করা উচিৎ, আপনাকে কমপক্ষে ১৫-২০টা ডিজাইন ভালো ভাবে করতে হবে এবং সেগুলা আপনার পোর্টফোলিও সাইটে রাখতে পারেন, "ড্রিবল,বিহ্যান্স,ইনস্টাগ্রাম" এগুলাতে ভালোভাবে প্রোফাইল সাজিয়ে নিতে পারেন, তারপরে আসবে কিউয়ার্ড রিচার্স, কিউয়ার্ড রিচার্স যদি খুব ভালো ভাবে করতে পারেন তাহলে আশা করি ভালো করতে পারবেন। শুভ কামনা রইলো।

আর যদি ডিজাইন কন্সেপ্ট ভালো না থাকে তাহলে "৯৯ডিজাইন, ফ্রিল্যান্সার.কম, লোগোগার্ড" এইসব সাইট থেকে আইডিয়া নিতে পারেন।


আমাদের থ্রেড এর কেউ কি ইনএকটিভ উইনডোজ ১০ বা ১১ ব্যাবহার করেন? অনলাইনে একটা একটিভেশন কি পেয়েছি যেটার মেয়াদ লাইফটাইম। কারো যদি লাগে আমাকে নক করতে পারেন। একদম ফ্রি। প্রথমে ভেবেছিলাম ফেক নাকি, তাই নিজেই ইউজ করে দেখলাম যে ঠিক আছে।

আমার প্রয়োজন ছিল, পাইলে খুব উপকৃত হইতাম।

উইনডোজ এর কোড যদি অফিসিয়াল না হয়ে থাকে তাহলে অনেক সফটয়্যার আছে যেগুলা ব্যাবহার করতে সমস্যা করে, তবে আপনি অরিজিনাল কোড পেয়ে থাকলে সেটা অবশ্যই ভালো, আমি যতোদুর জানি ডিজিটাল লাইসেন্স একটা "কেয়" মাত্র একটা পিসির সাথেই কানেক্ট করা যায়। সেটা মাদারবোর্ডের সাথে কানেক্ট থাকে সেই মাদারবোর্ড যতোদিন থাকবে ইন্টারনেট কানেকশন দিলেই এক্টিভ হয়ে যাবে ।