বিটকয়েন গত সপ্তাহে ২৪ হাজার ডলারে পর্যন্ত স্পর্শ হয়েছিল। কিন্তু আমরা বর্তমান সময়ে বিটকয়েনের বাজার ২৯৭৮০ ডলার পর্যন্ত দেখতে পাচ্ছি তাহলে আমরা বিওয়ারিশ মার্কেট থেকে কিছুটা হলেও ষাঁড়ের বাজার এর দিকে অগ্রসর হচ্ছি।
আমি বিটকয়েন হালভিং ঘরি থেকে দেখতে পাচ্ছি চূড়ান্ত হালবিং পর্যন্ত ২৯৯ দিনের অপেক্ষামাত্র।

উৎস:
https://buybitcoinworldwide.com/halving/এবং আস্তে আস্তে সময় ফিরে আসছে বিটকয়েনের দাম উন্নতির দিকে যেতে শুরু করেছে। আমি আমার নিজে থেকে বলতে চাই এটাই হয়তো মার্কেট নিম্নগতি হওয়া (কারণবশত মার্কেট নিম্নগতি আবারো হতে পারে)শেষ ছিল।
তাই আমি বলতে চাই এটাই হয়তো আমাদের বিনিয়োগ করা শেষ সুযোগ। যদি কোন ভাই বিটকয়েন ে বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই বিনিয়োগ করতে পারেন কারণ মে মাসে বিটকয়েনের দাম ৩১ হাজার ডলার পর্যন্ত হয়েছিল। তাই আপনি লক্ষ্য করে দেখেন এবার হয়তো ৩১ হাজার ডলার অতিক্রম করার সম্ভাবনা অনেক বেশি যা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতে পারতেছি।