ফোনের চালু থাকা অপশনের মাধ্যমেই হতে পারে আপনার ওয়ালেট হ্যাক
আমরা প্রতিনিয়ত কোন না কোন ওয়ালেট, তথ্য, পাসওয়ার্ড,ব্যাংকের যাবতীয় তথ্য,ব্যক্তিগত ইনফরমেশন ইত্যাদি চুরি বা হ্যাক হওয়ার খবর শুনে থাকি। অতি সাম্প্রতিক প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে
Realme ফোনের সাহায্যে চীন ব্যবহারকারিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে চীনে পাঠিয়ে দিচ্ছে।
এই হীন কর্মকাণ্ড ফোনের একটি সেটিংসের মাধ্যমে করে থাকে । যাদের ফোনে এই অপশনটি চালু আছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে ফেলুন। অবশ্য এই অপশনটি ফোনে অটোমেটিক ভাবে আগেই চালু করা থাকে। এটা কিছু কিছু ফোনে
Inhanced intelligent service নামে পরিচিত। এটি চালু করা থাকলে বন্ধ করে ফেলুন
অপশনটি বন্ধ করতে আপনাকে আমাকে যা করতে হবে।
প্রথমে
Setting অপশনে যেতে হবে
যাওয়ার পর
Additional Setting যেতে হবে
যাওয়ার পর
System settings অপশনে ক্লিক করুন।
যাওয়ার পর
Inhanced intelligent service অপশনটি যদি চালু থাকে তাহলে বন্ধ করুন।
সবশেষে আপনার ফোনটি
Restart করুন।
আমার এই পোস্টটি শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা বেশিরভাগ ইউজার ফোন ব্যবহার করে থাকি। আমাদের মত সাধারণ ছোট ছোট ইউজাররা সর্বদা ওয়ালেট হ্যাকের মত ঘটনার সম্মুখীন হচ্ছে।যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে মোবাইল ফোন ব্যবহার কারীরা একটু হলেও সচেতন হতে পারবে।