~snip
আমি তো ২০২১ থেকে স্ক্রিপ্ট এর সাহায্যে উইন্ডোজ একটিভ করি। প্রব্লেম এ পরছিলাম একবার, যেখানে আমার ই দোষ ছিলো। অনলাইন থেকে কিছু সফটওয়্যার ডাউনলোড করছিলাম। যেগুলোতে কিছু ভাইরাস ছিলো। যার কারনে পরে নতুন করে উইন্ডোজ দিতে হয়েছে। পরের বার এন্টিভাইরাস ইউজ করা শুরু করি। এখন পর্যন্ত কোনো সমস্যার শিকার হই নি। উইন্ডোজ ডিফেন্ডার ও ভালো কাজ করে, তবে তা সবসময় সঠিক সলুশন দিতে পারে না।
যেই OS ই ব্যাবহার করেন না কেনো, এন্টিভাইরাস রাখা টা জরুরি বলে আমি মনে করি। আমার যে প্রবলেম টা হয়েছিলো তা হচ্ছে আমি কপি করা এড্রেস পেস্ট করলে অন্য একটি এড্রেস পেস্ট হইত। কি লগার বা অন্য কোনো ভাইরাস এইটা। কেউ পিসি ইউজার হইলে অনেক ক্ষেত্রে এড্রেস পেস্ট করার সময় আমরা খেয়াল করি না। পরবর্তী তে ডাবল চেক করে নিয়েন। সমস্যা দেখা দিলে উইন্ডোজ দিতে হয় না। একটি এন্টিভাইরাস দিলেই ঠিক হয়ে যাবে। বেস্ট এন্টিভাইরাস যা রিকোমেন্ড করব তা হলঃ Kaspersky, Malwarebytes, McAfee. অনেক ঘাটাঘাটি করে এই ৩টা খুজে পেয়েছি যা এই ভাইরাস এর জন্য বেস্ট।