Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Tiger420
on 23/06/2023, 12:25:00 UTC
আমি কিভাবে আমার Bitcointalk আইডির Merit বাড়াবো?
আপনাকে বাংলা লোকাল থ্রেডে স্বাগতম। আপনার ফোরাম একাউন্ট ঘুরে দেখলাম আপনি একজন নিয়মিত বাউন্টি হান্টার এবং বাউন্টি  টাস্ক ব্যতীত এটাই আপনার প্রথম পোস্ট। আর আপনি প্রথম পোস্টেই মেরিট নিয়ে জিজ্ঞাসা করছেন।
যাইহোক ভাই ফোরামে নিজেকে গ্রো করতে বা র্যাংক আপ করতে মেরিটের প্রয়োজন হয়। আপনি যখন ফোরামে নিয়মিত পোস্ট করবেন এবং অন্যকে হেল্প করবেন এবং ফোরামে অবদান রাখবেন আশা করি আপনি বিটকয়েন ফোরাম মেরিট অর্জন করতে পারবেন।

১. তবে শুরুতে আপনার যদি মেরিট সম্পর্কে ধারণা না থাকে তাহলে এই পোস্টটি দেখতে পারেন মেরিট সংক্রান্ত ধারণা

২.যেহেতু আপনি বিটকয়েনটকে নতুন সেহেতু করনীয় জানতে এই পোস্টটি পড়ুন আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?

৩. আর ফোরামে মেরিট পাওয়ার জন্য ভালো পোস্ট করার বিকল্প নেই। তাই ভালো পোস্টদাতা হতে ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন! এই পোস্টের দিকনির্দেশনা গুলো ফলো করতে পারেন।

আর পরিশেষে একটি উপদেশ কখনোই কপি পেস্ট করবেন না, ফোরামের রুলস ভঙ্গ করবেন না আর জ্ঞান অর্জন করুন এবং অন্যকে সাহায্য করুন।


ধন্যবাদ BD Crypto ভাইকে কারণ আমিও বাংলা লোকাল থ্রেডে নতুন এবং আমিও আমার Bitcointalk আইডির Merit বাড়াতে চাই।