আমি কিভাবে আমার Bitcointalk আইডির Merit বাড়াবো?
Slow and steady wins the race.
আমরা যারা অতীতে বাউনটি করেছি তাদের জন্য জাম্প দিয়ে ্যাঙ্ক পরিবর্তন করা সম্ভব হবে না। আমাদের আস্তে আস্তে ফোরামের কিছু নিয়ম শৃঙ্খলা সম্পর্কে আগে জানতে হবে, কিভাবে ফোরামে লেখালেখি করতে হবে, কি বিষয় নিয়ে আলোচনা করলে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে, এখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা যাবে এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা যাবে না এটা আগে শিখতে হবে। আমরা যারা বাউনটি করেছি তারা সারা জীবন টুইটার ফেসবুক ইত্যাদি রিপোর্ট জমা দিয়ে এসেছি। আমাদের জন্য মেরিট অর্জন করা সম্ভব হবে তখন যখন আমরা সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে পারব। তাছাড়া আমাদের ভাল ভাল ইনফরমেশন শেয়ার করে আমাদের পোস্টগুলো দৃষ্টিনন্দন করতে হবে। তাহলে আমরা ফোরামের যারা মেরিট দেবে তাদের দৃষ্টিতে থাকতে পারব।