Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
BD Crypto
on 23/06/2023, 18:57:10 UTC
আমি এই থ্রেডে যেকোনো ছবি কিভাবে পোস্ট করবো?
কেননা, আমি এই থ্রেডে নতুন এবং আমি এটা জানিনা যে কোনো ছবি বসাতে যেই অপশনে চাপ দিতে হয় সেই অপশন কোনটা সেটা আমি বুঝতে পারছি না।
প্রথমত আপনি যেহেতু এখনো Newbie র‍্যাংকে আছেন তাই আপনার পোস্ট করা কোন ছবি সরাসরি দেখা যাবে না। অর্থাৎ আপনি ছবি পোস্ট করলে তা লিংক আকারে থাকবে তখন অন্য কেউ quote করে দিলে তার রিপ্লাই এ আপনার ছবিটি দেখা যাবে।
এখন আপনি দুইটি উপায়ে সরাসরি ইমেজ পোস্ট করতে পারবেন।

১. Copper Membership কেনা: আপনি ফোরাম থেকে কপার মেম্বারশিপ কিনলে সরাসরি ছবি পোস্ট করতে পারবেন এবং পাশাপাশি মেম্বার র‍্যাংকের সিগনেচার কোড ব্যবহার করতে পারবেন। কপার মেম্বারশিপ কিনতে এই লিংকে ভিজিট করুন copper membership

২. জুনিয়র মেম্বার হওয়া: ফোরামে জুনিয়র মেম্বার রাঙ্ক অর্জন করার জন্য আপনার ১টি মেরিট প্রয়োজন ও ৩০ টি একটিভিটি প্রয়োজন। মেরিট সম্পর্কে আরো ধারণা পেতে এই পোস্টটি পড়তে পারেন মেরিট সংক্রান্ত ধারণা। নতুনদের জন্য কিছু ভালো নির্দেশনা পেতে এই পোস্টটি পড়তে পারেন নতুনদের জন্য কিছু দিক নির্দেশনা

Talkimg দিয়ে কিভাবে ফোরামের জন্য ছবি আপলোড করবেন :

১. প্রথমত এই লিংকে যাবেন: https://www.talkimg.com

২. তারপর START UPLOADING এ ক্লিক করে আপনার গ্যালারি থেকে কাঙ্খিত ছবিটি UPLOAD এ ক্লিক করে আপলোড করে নিবেন।

এখন BB Code এর লিংকটি ফোরামে পোস্ট করলেই আপনার ছবি সফল ভাবে পোস্ট করা হয়ে যাবে।