ফোরামে Imgur বা আদার সে সকল সাইট গুলো আছে। সে সকল সাইট থেকে জদি আপনি ছবি আপলোড করে সেই লিঙ্গ এখানে দেন তাহলে আপনি ভুল করবে এখানে
https://talkimg.com সার্ভিস ব্যবহার করে লিঙ্গ দিতে হবে।
দয়া করে ভুল তথ্য দিবেন না। ফোরামে শুধুমাত্র Imgur এর লিংক কাজ করে না। বাকি সকল ইমেজ হোস্টিং সাইটের লিংক এখানে কাজ করে। দয়া করে পোস্ট করার সময় আপনার বানান গুলো খেয়াল করবেন। লিংক লিখতে গিয়ে আপনি এমন একটা কিছু লিখেছেন যেটা কেউ দেখলে হাসবে নাকি কাদবে কনফিউশান এ পরে যাবে। আর ম্যারিট আর্ন করা ছাড়া ছবি পোস্ট করা যায়। তবে তার জন্য কপার মেম্বার কিনতে হবে।