Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Nothingtodo
on 24/06/2023, 03:00:11 UTC
⭐ Merited by Gulttam2a2 (1)



মাঝে মাঝে বিকেল বেলায় শীতের মৌসুমে বাড়ির পাশে বর একটি স্কুল মাঠ ছিল সেই সময়ে গ্রামের মুরুব্বিরা আষারে গল্প বলতো অর্থাৎ কিছু গাঁজাখুরি গল্প বলে আমাদের আনন্দ দিত। যে যত বেশি গল্প বলে আমাদের হাসাতে পারতো সে ততো বেশি ভালো গল্পকার হতো।
আজকে ওই রকম একটি কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। বিটকয়েন আগামী মাসের শেষের দিকে ২ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে এমন মন্তব্য করেছেন Tron এর CEO Justin SUN । তার এই মন্তব্য আপনারাই বলুন সত্য হবে কিনা। এর আগে কে যেন বাজি ধরেছিল আগামী ৯০ দিনের মধ্যে বিটকয়েনের ১ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে। কই সেই প্রিডিকশন, তারা মূলত আষাড়ে গল্প করতে ভালোবাসেন এবং মাঝে মাঝে আমাদের আষাড়ে গল্প শোনান।আমরা সবাই সেই গল্প শুনে আনন্দ লাভ করি। তবে বিটকয়েন আগামী সময়ে অন্য পর্যায়ে চলে যাবে এটা সুনিশ্চিত কিন্তু সেই পর্যায় আগামী মাস থেকেই শুরু হবে এমনটি বিশ্বাস করাও মাঝে মাঝে বিকেল বেলায় মুরব্বিদের শোনানো আষাড়ে গল্পের মতো মনে হয়।