Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Volimack
on 24/06/2023, 06:30:01 UTC
Blackrock, Valkyrie, WisdomTree, Deutsche Bank, Fidelity, Schwab, Inversco, Citadel, all are joining the #Crypto markets.

Enjoy and have fun!

#Bitcoin



Source.


বর্তমানে বিটকয়েনে ইনভেস্ট করা কিছু কম্পানি ও তাদের ইনভেস্টের পরিমান, বিটকয়েন আরো এগিয়ে যাচ্ছে ।  

কি শেয়ার করতে গিয়ে কি তথ্য দিয়ে ফেললেন ভাই? কোনো পোষ্ট এর ওপর ভিত্তি করে না বুঝে আপনিও ভূল তথ্য ছড়িয়ে দিবেন না। আপনি হয়তো বুঝতে পারেন নি। এখানে কোম্পানি গুলোর ইনভেষ্টমেন্ট এর পরিমান বোঝানো হয়নি। এখানে কোম্পানিগুলোর নিজেদের ভ্যালু কতো আছে তা বোঝানো হয়েছে। এবং কোন কোন কেম্পানি ক্রিপ্টোতে ইনভেষ্ট করেছে সেটা বুঝানো হয়েছে। এখানে বিটকয়েনের লগো ব্যাবহার করেছে মানে এই নয় যে তারা শুধু বিটকয়েনে ইনভেষ্ট করেছে।

বিটকয়েনের টোটাল মারকেট ক্যাপ বর্তমানে $583.60 বিলিয়ন। ১ ট্রিলিয়ন হতেই আরো ৪১৭ বিলিয়ন। আর আপনার পোষ্ট এর দেয়া সব কোম্পানি গুলো অলরেডি ট্রিলিয়ন ডলার কোম্পানি (ছবি অনুযায়ী)। আমি জানি না তথ্যগুলো কতোটা সঠিক। শুধুমাত্র ব্ল্যাকরক এর মারকেট ক্যাপ দেখলাম ১০১ মিলিয়ন। আর এই ছবিতে দাবি করা হচ্ছে ৯ ট্রিলিয়ন  Huh

ধন্যবাদ @Learn Bitcoin সরি ভাই মার্কেট ভ্যালু এর কথা বলে যেয়ে ইনভেস্টমেন্ট এর কথা বলে ফেলেছি, আমিও আপনার মতো কনফিউজ তবে বিটকয়েন নিয়ে খুব একটা সঠিক তথ্য পাওয়া যায়না এটাই একটা সমস্যা।