Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
BD Crypto
on 24/06/2023, 09:36:02 UTC
কোনো Word এ যেকোনো link বসাতে হয় কীভাবে?
কেননা আমি এই থ্রেডে নতুন।

একে বলা হয় হাইপারলিংক ব্যবহার করা। হাইপার লিংক বসানোর জন্য পোস্ট লেখার সময় আপনি নিচের কোডটি ফলো করতে পারেন।

লিংক বসানোর জন্য:
Code:
[url=Your Link]Your Text[/url]

Example :
Here is Bitcointalk Forum Website Link.

মোবাইলের মাধ্যমে কি Bounty Campaign ছাড়া যায়?
সবাই আমাকে একটু জানাবেন প্লিজ
আপনার প্রশ্নের উত্তর হল হ্যাঁ আপনি মোবাইল দিয়েও বাউন্টি ক্যাম্পেইন ছাড়তে পারবেন। ফোরামে একটি ল্যাপটপ দিয়েও যা করা যায় একটি মোবাইল ফোন দিয়েও তা করা সম্ভব। তবে আপনি হয়তো বাউন্টি ক্যাম্পেইনের ছবি ইডিট কম্পিউটার দিয়ে করলে আরো ভালো রেজাল্ট পাবেন।

আপনার একাউন্টে ঘুরে দেখতে পাচ্ছি আপনি ফোরামে শুধু বাউন্টিতে পোস্ট করেছেন অর্থাৎ একজন রেগুলার বাউন্টি হান্টার। এখন আপনি কি কোন Bounty Campaign Launch করতে যাচ্ছেন? তবে ভাল কোয়ালিটির বাউন্টি লঞ্চ করতে হলে আপনাকে অবশ্যই কপার মেম্বারশিপ কিনতে অথবা জুনিয়র মেম্বার হতে হবে তাছাড়া আপনি কোন ছবি সরাসরি আপলোড করতে পারবেন না। আর অবশ্যই মাথায় রাখবেন আপনার লঞ্চ করা প্রোজেক্ট স্ক্যাম বা Plagiarized White paper না হয় ।