সবাই একটু কষ্ট করে এই link এ ঢুকবেন কারণ আমার কোনো Merit নেই তাই ছবি টা Show করবে না।
https://i.imgur.com/3QQOmOi.jpgএই ছবিটাতে অনেকগুলো অপশন আছে কোনটা দিয়ে কি করা যায় সেটা দয়া করে আমাকে জানাবেন প্লিজ।
আমরা দেখতেই পাচ্ছি আপনার অ্যাকাউন্টটি Newbie আর আমরা জানি আপনার ছবি Show করবেনা। এই ধরনের বাক্য ইন্ডিরেক্টলি মেরিট চাওয়া কেও বোঝায়।
আপনি এই ছবিটি পোস্ট করেছেন আর এটি যাতে সবাই দেখতে পায় তাই আমি আবার এটাকে পোস্ট করলাম:
ভাই প্রথমত আপনাকে একটি কথা বলতে চাই উপরের মেসেজ আইকন গুলো ব্যবহার করা খুব কঠিন কিছু না। আপনি যদি এভাবে প্রত্যেকটা আইকনের ডিটেলস জানতে চান তাহলে কেউ আপনাকে সবগুলো বুঝাইতে সক্ষম হবে না। আর এটা এমন কোন কঠিন কিছু না যা আপনার বুঝতে সমস্যা হবে। তাই সব সময় চেষ্টা করুন নিজে কিছু শিখতে।
যেমন আপনি প্রথম আইকন ব্যবহার করলে আপনার লেখাটি বোল্ড বা বড় হবে, দ্বিতীয় আইকন এর মাধ্যমে আপনি ইটালিক হরফ স্টাইল লিখতে পারবেন, আন্ডারলাইনের জন্য তৃতীয় আইকনটি, কোন লেখা কেটে দেয়ার জন্য চতুর্থ আইকনটি ব্যবহার করতে হয়, আর নিচে কিছু ইমোজি দেয়া আছে যেগুলো সরাসরি ব্যবহৃত হয়।
আপনি চাইলেই নিজে নিজে প্রতিটা আইকন ব্যবহার করে Preview তে ক্লিক দিয়ে দেখতে পারেন কোনটা কিভাবে ব্যবহৃত হয় এবং কোনটার কাজ কি।সব সময় অন্যদের হেল্পের আশায় না থেকে নিজে চেষ্টা করা বা নিজে কিছু শেখা শতগুনে ভালো বিশেষ করে সেগুলো যদি হয় খুব কমন কিছু।
আশা করি বাকি গুলো নিজেই শিখতে পারবেন আর অবশ্যই পোস্ট করার আগে Preview অপশনে চেক দিয়ে আপনার পোস্টটি রিভিশন দিবেন ।