Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
sj13
on 24/06/2023, 13:50:38 UTC
মোবাইলের মাধ্যমে কি Bounty Campaign ছাড়া যায়?
সবাই আমাকে একটু জানাবেন প্লিজ

আপনার প্রশ্ন উওর হচ্ছে হ্যাঁ আপনি মোবাইল দিয়ও Bounty Campaign ছাড়তে পারে।  কেননা  আগেকার থেকেও আমাদের বাংলাদেশ প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে গিয়েছে। এখন মোবাইল দিয়ে অনেক ধরনের লোগো ওয়েবসাইট গ্রাফিক ডিজাইন বিভিন্ন ধরনের কাজ করা সম্ভব। তবে হ্যাঁ আপনি যদি কম্পিউটার ল্যাপটপ  দিয়ে Bounty Campaign ছাড়তে পারেন তাহলে অনেক ভালো হয় । যেমন অনেক ধরনের কাজ করা সম্ভব হয় কম্পিউটার ল্যাপটপ দিয়ে  যে গুলো ফোন দিয়ে অতটা সম্ভব হয় না যতটা  কম্পিউটার ল্যাপটপ দিয়ে সম্ভব।

আর আপনি যদি Bounty Campaign ছাড়েন তাহলে আপনাকে চারিদিকে লক্ষ্য রাখতে হবে যে এমন ধরনের প্রজেক্ট ছাড়বেন না যে অল্প দিনে Unwatch বা Iscam  হয়ে যায়। সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে কেননা এ ধরনের প্রচার প্রচারণা ছাড়া খুবই দুঃখ জনক।
আর আপনি যদি Bounty Campaign ছাড়েন তাহলে আপনাকে Merit আওতা ভুক্ত হতে হবে। আপনাকে হয়তোবা একটু বুঝাতে পেরেছি