মোবাইলের মাধ্যমে কি Bounty Campaign ছাড়া যায়?
সবাই আমাকে একটু জানাবেন প্লিজ
Bounty campaign ছাড়া যায় বলতে আপনি কি বুঝিয়েছেন যে আপনি একটি প্রজেক্ট এর বাউন্টি ম্যানেজার হবেন?
মোবাইলের মাধ্যমে বাউন্টি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করা যায়, তবে অনেক কিছু লক্ষ্য রাখতে হয়। তাছাড়া মোবাইলের মাধ্যমে বাউন্টি ক্যাম্পেইন ছাড়তে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। বিশেষ করে স্প্রেডশিট আপডেট করা এবং আপনার এখানে যারা কাজ করতেছে তারা কোন ডুপ্লিকেট বা অন্যের কাজ কপি পেস্ট করতেছে কিনা তা বের করা একটু কষ্টকর হয়ে যায়। তবে কম্পিউটার বা ল্যাপটপ থাকলে এগুলা করা অনেক সহজ। কারণ আপনি কম্পিউটার দিয়ে যা করতে পারবেন মোবাইল দিয়ে তা করতে পারবেন না। অনেক বাউন্টি ক্যাম্পিং আছে আসার পর কয়েক সপ্তাহ কাজ করিয়ে তারপর স্ক্যাম করে। প্রজেক্ট টিম এর সাথে এইগুলা নিয়ে ভালোভাবে ডিল করতে হবে।