আমি একটা Bounty Campaign তৈরি করার পরে ঐ Campaign টা আমি কোথায় Post করব?

সবাই আমাকে জানাবেন প্লিজ
আসলে ভাই আপনি কোথায় বাউন্টি প্রজেক্ট তৈরি করে পোস্ট করবেন সেটাই জানেন না। আপনি আবার বাউন্টি ম্যানেজার হবেন।
বাউন্টি পরিচালনা করতে হলে আপনাকে বেশ ভালো অভিজ্ঞ হতে হবে। বর্তমানে প্রায়ই বাউন্টি দেখা যায় স্কাম হয়, বাউন্টি হোন্টাররা শুধু গালাগালি শুরু করে। যদি বাউন্টি প্রজেক্ট পরিচালনা করতে চায় অবশ্যই আপনাকে বেশ ভালো অবিজ্ঞতা অর্জন করতে হবে।