Post
Topic
Board Other languages/locations
Re: নাম এবং এভাটার হাইড করা
by
Bitcoin_people
on 25/06/2023, 17:31:52 UTC
পাবলিক প্লেসে  নাম হাইড করার পদ্ধতি

টাইটেল দেখে হয়তো বুঝতে পারতেছেন কোন বিষয় সম্পর্কে  পোস্টটি করতেছি।  ফোরাম এক্সপ্লোর করতে ছিলাম হঠাৎ করে চোখে বিষয়টি পড়লো তাই  ভাবলাম যে আমাদের কমিউনিটিতে শেয়ার করি।
অনেক সময় আমরা পাবলিক  প্লেসে থাকি বা আমাদের বন্ধু-বান্ধবদের  সাহায্য করার সময়ও ফোরামে ঢুকতে হয়  সে ক্ষেত্রে যদি লগইন করা থাকে  তাহলে  অন্য কেউ আপনার একাউন্টের নাম দেখে যেতে পারে ,  আর এটা  আমি মনে করি  আপনার সিকিউরিটি এর জন্য  ক্ষতিকর. এই পদ্ধতি ফলো করে আপনি আপনার  নাম  এবং এভাটার হাইড করতে পারবেন।

আশা করি  নিচের এই ছোট্ট স্ক্রিপ্টটি আপনাদের  সাহায্য করবেঃ

১. এর জন্য প্রাথমিকভাবে আপনাদের যা করতে হবে Tampermonkey  নামের এই এক্সটেনশন টি আপনার ব্রাউজারে অ্যাড করে নিতে হবে.
২. তারপর এক্সটেনশনটিতে ক্লিক করে Creat a new Script  এ ক্লিক করে নিচের কোড গুলো পেস্ট করে   দিয়ে  সেভ করলেই কাজ কমপ্লিট।


৩। যিনি  স্ক্রিপ্টটি  তৈরি করেছেন তার অরজিনাল পোস্ট কোট করে দিলামঃ
Code:
// ==UserScript==
// @name     Hide BitcoinTalk Username and Avatar
// @include   https://bitcointalk.org/*
// @version  1
// @grant    none
// ==/UserScript==

try {
    document.getElementById("smfheader").style.visibility = "hidden";
    document.getElementById("hellomember").style.visibility = "hidden";
    document.getElementsByClassName("avatar")[0].style.visibility = "hidden";
} catch { }



আর যারা মোবাইল ইউজার তারা Kiwi  ব্রাউজার ব্যবহার করে Tampermonkey  এক্সটেনশন টি আপনার মোবাইলে এড করে সেমভাবে মোবাইলেও  এর ফায়দাটি নিতে পারবেন


আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আমি এই বিষয়টি জানতাম না তবে আপনার শেয়ার করার জন্য জানতে পারলাম। এই বিষয়টি সত্যিই অনেকটা আকর্ষণীয় আমি এটি কয়েকবার চেষ্টা করার পর সফল হয়েছি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় মূলত আমরা যখন কোন পাবলিক প্লেসে আমাদের একাউন্ট বের করে কোন কিছু দেখি তখন ওপরে নাম থাকে একাউন্টের। মূলত আমরা যে অ্যাকাউন্টগুলো ব্যবহার করে থাকি তা নিজের জন্যে দ্বিতীয় জনকে একাউন্টের নাম না জানানোটাই বেটার হয়।
আপনি যে জিনিসটি আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যিই এটি একটি আকর্ষণীয় আমি এই স্ক্রিপটি ব্যবহার করে আমার অ্যাকাউন্ট এর নাম এবং avatar হাইড করে রাখতে পেরেছি। এখন কোন কিছু কেউ দেখতে পারবে না এটি একটি সিকিউরিটি সিস্টেম এর মত হয়েছে । তবে এখন যদি আমি পাবলিক প্লেসে আমার অ্যাকাউন্ট থেকে কোন পোস্ট করার জন্য চেষ্টা করি তাহলে উপরে আমার একাউন্টের নাম শো করবে না এবং অজানা কেউ আমার একাউন্টটির নাম জানতে পারবে না এতে আমার একাউন্টটি হাইডে থাকবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুন্দর একটি আকর্ষণীয় পোস্ট শেয়ার করার জন্য।