Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 26/06/2023, 15:55:25 UTC
কোরবানি আর বিটকয়েন নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। আমিও আমার মতামত দিতে চাই। কয়েক বছর আগে জুনায়েদ আহমেদ পলক সাহেব একটা প্রেস কনফারেন্স এ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে “এটা মূলত একটা কারেন্সি বা মুদ্রা ব্যাবস্থা। এটা দিয়ে অপরাধ করা হয় বলে আপনি এটা কে দোষারোপ করতে পারেন না। এটা দিয়ে যেমন ভালো কাজ করা যায়, তেমনি খারাপ কাজ ও করা যায়। এটা ডিপেন্ড করছে এটা কে ব্যাবহার করছে। সুতরাং একটা মুদ্রা বা কারেন্সি কে দোষ না দিয়ে, এটা কে ব্যাবহার করছে এবং কি কাজে ব্যাবহার করছে, সেটা মনিটরিং করা উচিৎ। আপনাদের কি মনে হয় না যে টাকা দিয়ে মাদক কেনা হয়, টাকা দিয়ে জুয়া খেলা হয়, টাকা দিয়ে মানুষ খুন করা হয়, তার মানে কি টাকা কে আপনারা নাজায়েজ বলবেন? প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দিক আছে।

দুনিয়াতে অস্র তৈরী করা হয়েছে মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য। শত্রুর মোকাবেলা করার জন্য। এই একই অস্র ব্যাবহার করে মানুষ খুন করা হচ্ছে। অবৈধ কাজ করা হচ্ছে। এখানে আপনি অস্রর দোষ দিবেন? নাকি এটা কে এবং কি কাজে ব্যাবহার হচ্ছে সেটার দোষ দিবেন? বিটকয়েন যদি নাজায়েজ হয়, তবে টাকা বা অস্র কেনো নাজায়েজ হবে না, আমাকে সেটার ব্যাখ্যা দিবেন দয়া করে।