Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Kraps712
on 27/06/2023, 04:19:03 UTC
স্পামিং সদস্যদের নিয়ে কিছু কথা,
বাংলা থ্রেডে সবাই আসে শুধু হাই , হ্যালো করতে। কিন্তু যদি এই ভাবে চলতে থাকে, তা হলে বাংলা থ্রেড ধলে পরবে। কেও আর বাংলা থ্রেডে আসতে চাইবে না। আমরা চেষ্টা করব আমাদের বাংলা থ্রেডকে সারা জীবন ধরে রাখতে এবং আমরা স্পামিং পোস্ট করা বন্ধ করব। একে অপরের সাহায্য করব। স্পামিং পোস্ট বাদ দিয়ে মূল যে বিষয় জানা দরকার সেটা লিখে পোস্ট করব।