Bitcoin মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে। এই Bitcoin অনেক বেকার মানুষকে তার জীবনে সফল হওয়ার জন্য পথ দেখাছে। আর Bitcoin অনেক সত্যতার মাধ্যমে তারা তাদের কাজ অনেক দিন ধরে করে আসছে। আর Bitcoinea কাজ করতে হলে অনেক সাবধানে কাজ করতে হয়, কারণ করো থেকে বা কারো কোনো কাজ যদি কেউ Copy করে সে নিজে কাজ জমা দেয় তাহলে তার আইডি নষ্ট হয়ে যেতে পারে।
আপনার একাউন্টটি একদম নতুন এবং বাংলাদেশ লোকাল বোর্ডের একজন নতুন সদস্য। দয়া করে বাংলাদেশ লোকাল বোর্ডের সকল নিয়মগুলো জেনে পোস্ট করবেন। অনেকে নিয়মগুলো না জেনে বিভিন্ন রকমের ভুল করে থাকে। যার কারণে তাদের অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যায়। কয়েকটি পোস্ট উপরে লক্ষ্য করে দেখবেন @Poorman2 ভাই একটি পোস্ট করছে যেখানে নতুন ব্যবহারকারীর করণীয়, লোকাল বোর্ডের নিয়মসহ অন্যান্য লিংক দেওয়া আছে । উক্ত পোস্ট থেকে আপনি বাংলাদেশ লোকাল বোর্ডের সকল নিয়ম-কানুন জেনে নিতে পারেন ।
@Poorman2ভাইয়ের পোস্ট লিংকটি:
https://bitcointalk.org/index.php?topic=631891.msg62465455#msg62465455