Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Mr.corol
on 27/06/2023, 16:47:19 UTC
Bitcoin মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে। এই Bitcoin অনেক বেকার মানুষকে তার জীবনে সফল হওয়ার জন্য  পথ দেখাছে। আর Bitcoin অনেক সত্যতার  মাধ্যমে তারা তাদের  কাজ অনেক দিন ধরে করে আসছে। আর Bitcoinea কাজ করতে হলে অনেক সাবধানে  কাজ করতে হয়, কারণ  করো থেকে বা কারো কোনো কাজ যদি কেউ Copy করে সে নিজে কাজ জমা দেয় তাহলে তার আইডি নষ্ট  হয়ে যেতে পারে।
ভাই কেউ বিটকয়েনে কাজ করে না এটা ভুল কথা। বিটকয়েনে বিনিয়োগ করা যায় মাইনিং করা যায়। আপনি হয়তো বাউন্টির কথা বলছেন, এখন আর বাউন্টিতে কোন লাভ হয় না, সব প্রজেক্ট দেখা যায় স্কাম হয়ে থাকে। আবার অনেকে সিগনেচার ক্যাম্পেইন থেকে ইনকাম করে থাকে। আর ভাই কপি পোস্ট করলে একাউন্ট নষ্ট হতে পারে না ব্যান খেয়ে যাবে Cheesy