Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 27/06/2023, 19:49:56 UTC
আসসালামু আলাইকুম। আমরা চ্যাট জিপিটি এআই এর নাম সবাই শুনেছি এবং সবাই এর কাজ সম্পর্কে জানি। এটি যে কত দ্রুত মানুষের পরিচিতিতে এসেছে সেটাও সবাই জানি। এটি যে কত পাওয়ারফুল এআই  টুলস্ সেটাও সবাই জানি। কিন্তু কিছুদিন আগে চ্যাট জিপিটিকে টক্কর দেয়ার জন্য google তাদের এআই বার্ড লঞ্চ করেছে। বার্ড এর জন্য কোন আলাদা একাউন্ট খুলতে হয় না। google account দিয়েই এটা ব্যবহার করা যায়। আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি যার যার প্রয়োজন আছে ইউজ করে দেখতে পারেন।
https://bard.google.com/
ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ ভাই আপডেটটির জন্য এটা সম্পর্কে এখনো পর্যন্ত জানতাম না আপনার পোস্ট থেকে চোখে পড়ল হালকা করে ছোট একটা টুর দিয়ে আসলাম এটার ভিতর ভালোই লাগলো। তবে এটা গুগল সার্চ বেজড তো এর জন্য এটার একটা প্লাস পয়েন্ট যে সকল আপডেট এটার মধ্যে জানতে পারবেন যা চ্যাট জিপিটি ফোর এর মধ্যে ২০২১ সাল পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তবে একুরেট টেক্সট এবং ইউজার ফ্রেন্ডলির এর দিক থেকে আমি মনে করি চ্যাট জিপিটিই উপরে থাকবে।