Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Offline33
on 28/06/2023, 03:48:19 UTC
Bitcoin মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে। এই Bitcoin অনেক বেকার মানুষকে তার জীবনে সফল হওয়ার জন্য  পথ দেখাছে। আর Bitcoin অনেক সত্যতার  মাধ্যমে তারা তাদের  কাজ অনেক দিন ধরে করে আসছে। আর Bitcoinea কাজ করতে হলে অনেক সাবধানে  কাজ করতে হয়, কারণ  করো থেকে বা কারো কোনো কাজ যদি কেউ Copy করে সে নিজে কাজ জমা দেয় তাহলে তার আইডি নষ্ট  হয়ে যেতে পারে।


Copy তারাই করে । যাদের কোনো নিজস্ব যোগ্যতা বা পোস্ট করার মত অভিজ্ঞতা নাই। বিটকয়েন ফোরামে যেকোনো ধরনের পোস্ট করতে হলে । নিজে যা সঠিক মনে করব।  এবং যা পারবো তাই লিখে পোস্ট করব । এবং শেখার ইচ্ছা থাকলে সিনিয়রদের সহায়তা নিব। অন্য কোনো জায়গায় থেকে পোস্ট বাবা ইনফরমেশন যদি এনে থাকেন । তাহলে লিংক অবশ্যই পোষ্টের নিচে তুলে ধরবেন।