Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 28/06/2023, 11:57:04 UTC
অগ্রিম ঈদ মোবারক পবিত্র ঈদুল আযহা

আগামী ২৮ জুন ২০২৩ রোজ বৃহস্পতিবার মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটি আনন্দর দিন পবিত্র ঈদুল আযহা আর এই পবিত্র ঈদুল আযহার উপলক্ষে আমাদের বাংলা কমিটির সকল ভাইদের জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন।
দীর্ঘ একটি বছর পর আমাদের এই ঈদ উদযাপিত হয় অনেক জমজমাট করে। অনেক লোকেরা আছে যাদের টাকা পয়সার অভাব নেই তারা এই দিনে গরীব-দুঃখীদের ও দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে থাকে। ঈদুল আযহার উপলক্ষে অনেক দরিদ্র লোক আছে যারা বছর এর মাঝে মাংস কেনার টাকা পর্যন্ত তাদের কাছে থাকে না এবং তারা খেতেও পারে না তবে ঈদুল আযহার মধ্যে সকলেই মিলে যেভাবে আনন্দ উৎসবে মেতে উঠে তখন সবাই এইদিনের উসিলায় তাদের কষ্টকে ভাগাভাগি করে নেয়।
কোরবানির ঈদে আমরা মুসলমানরা অনেক আনন্দের মধ্যে কাটিয়ে দেই ধনী-গরীব নির্বিশেষে সকলে মিলে ঈদুল আযহার নামাজ শেষে পশু কোরবানির জন্য মাঠে প্রবেশ করি এবং সকলে মিলে একসঙ্গে কাজ করি এর মত আনন্দ হয়তো আর কোথাও পাওয়া যায় না।
আমরা এভাবে আমাদের ধর্মীয় উৎসবগুলো বছরে দুইটি ঈদ পালন করি এবং সকল ধনী-গরিব মিলে একসঙ্গে আনন্দে কাটাই।
আমরা মুসলমানরা মূলত কোরবানি করি আর এই কুরবানী করাটি হচ্ছে ওয়াজিব আর এই কোরবানির চেয়ে উত্তম কোন কিছু হতে পারে না আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরবানির উসিলায় যেন সমস্ত দোয়া কবুল করে নেয়।
সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাই সেই সাথে ঈদের দাওয়াত রইলো কমিটির সকল ভাইদের এবং আল্লাহতায়ালা যেন এই ঈদুল আযহা আমাদের সকলকে আনন্দ উৎসবের সাথে ঈদ উদযাপন করার জন্য কবুল করে।

Photo collect Google..!