পিকচারটি আপনি গুগল থেকে ডাউনলোড করে আপলোড দিয়েছেন। কাল ও দেখলাম মনে হয় একজনের একাউন্ট ব্যান খেয়েছেন। আপনী ব্যান খেতে না চাইলে লিংক এড করে দিন। আপনি নিজে থেকে ঈদ মোবারক বলে পোস্ট করতে পারতেন অন্য সোর্স থেকে পিক এনে লিংক ছাড়া পোস্ট দিলেন।
অরিজিনাল পোস্ট লিংক.
গুগলPhoto link ইমেজ সোর্স এর কোনো লিংক দিতে হয় না। শুধুমাত্র কোনো প্রকার কন্টেষ্ট যেখানে নিজের ছবি আপলোড দেয়ার রুলস সেখানে নিজের ছবি দিতে হবে। তাছাড়া ইমেজ কোনো রুলস ভায়োলেট করে না। ইমেজ এর কোনো কপিরাইট রুলস ফোরামে নাই। সুতরাং ইনটারনেট এ এভেইলেবল যেকোনো ইমেজ আপনি ফোরামে শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোনো সোর্স প্রোভাইড করতে হবে না। আশা করি ব্যাপার টা ক্লিয়ার।