সবাইকে আমার পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা। দোয়া রইল সবার জন্য যেন জীবনের উপর দিয়ে যাওয়া ঝড় ঝাপটা গুলো হালকা হয়ে উড়ে যায়। ঈদের দাওয়াত আর চাইলামও না দিলাম না কারণ অ্যানিনিউমাস থাকাটাই ভালো।
ঈদ মোবারক সবাইকে।
এরি ফাকে ছোট একটা প্রশ্ন জিজ্ঞাসা করে নিতে চাই, যে Sign করা message চেক করার ক্ষেত্রে কি ওই প্লাটফর্মি ব্যবহার করতে হয়, যে প্ল্যাটফর্ম দ্বারা মেসেজটি Sign করা হয়েছে? আমি কয়েকটা মেসেজ ভেরিফিকেশন করতে গিয়ে ভেরিফিকেশন করতে পারলাম না। পাশাপাশি মেসেজ ভেরিফিকেশন করার জন্য ভালো কোন ওয়েবসাইট সাজেশন চাচ্ছি ?