টুইটারে কিছু নতুন নতুন ইনফরমেশন খুঁজতে গিয়ে কতগুলো ক্রিপটো কারেন্সি রিলেটেড এক কথায় প্রকাশের মত কিছু বাগধারা খুঁজে পেয়েছিলাম। কিন্তু কোথায় কোন সোর্স থেকে নিচের ফেসগুলো খুজে পেয়েছি সেটার লিংক আমার কাছে নেই। তবে কিছু ক্রিপ্ট কারেন্সি রিলেটেড বাগধারা গুলো দিয়ে কাকে বা কি বোঝানো হয়েছে সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা হলো ।